ভাপ্রেস প্রতিবেদক, চিলমারী।।
নওগাঁ জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন চিলমারী’র কৃতি সন্তান মো. হারুন অর রশীদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।
হারুন অর রশীদ চিলমারী উপজেলার থানাহাট মন্ডলপাড়া এলাকার আলহ্বাজ আবুবকর মন্ডলের তৃতীয় পুত্র।
পদোন্নতির আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানের একান্ত সচিব ছিলেন। মঙ্গলবার তাকে পদোন্নতি দিয়ে নওগাঁ জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়।
জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকা পরিবার, প্রেসক্লাব চিলমারী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
কুড়িগ্রাম জেলার অহংকার, জেলা প্রশাসক হারুন অর রশীদ
অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন ভালো মানুষ হারুন অর রশীদ। আপনি আপনার কর্মক্ষেত্রে স্বমহিমায় সমুজ্জ্বল থাকুন, শুভাশিষ।