ভাপ্রেস প্রতিবেদক, গাইবান্ধা।।
গাইবান্ধার পলাশবাড়তে দোকানের ভাড়ার টাকা আদায়কে কেন্দ্র করে বড় ভাই আদম মিয়ার হাতে শাপলা মিয়া (৪৩) নামে ছোট ভাই নিহত হয়েছেন।
জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা মিয়া উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে। ঘটনার দিনক্ষণে স্থানীয় ঢোলভাঙ্গা বাজারে অবস্থিত ২ ভাইয়ের মালিকানাধীন দোকান ঘরের ভাড়া আদায় নিয়ে তাদের মধ্যে বিরোধ অতঃপর এ ঘটনা ঘটে। এরই একপর্যায়ে মাছের আড়তের নিকট ছোট ভাই শাপলার দোকানে বড় ভাই আদম তালা লাগাতে গেলে তাদের মধ্যে মারামারি বাধে। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থ্নীয়রা শাপলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে শাপলার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।
Leave a Reply