শেষ প্রান্তে
আজ হাজারো পথ পেরিয়ে
এসেছি শেষ প্রান্তে।
রাত্রি পথে ক্লান্ত শেষে
এসেছি শেষ প্রান্তে।
কতনা অজানা রহস্যের ঘোরে
থেকেছি আমি অনন্তকালের,
অধির আগ্রহে।
আমি দেখছি কত থমকে যাওয়া পথ
আমি দেখেছি কত থমকে যাওয়া জীবন।
যারা দাঁড়িয়েছে শেষ প্রান্তে,
জীবনের ও শেষ দিকে
মায়াজালের বেড়া জালে।
দেখেছি আমি থমকে যাওয়া-
সময় শেষ প্রান্তে।
আজ অজানা বিকেলে-
বেরিয়ে পরা যাক সেই সন্ধানে।
যত আছে ঘুমন্ত শহর,
যত আছে ঘুমন্ত জীবন,
যত আছে নির্জীব প্রাণ,
তাদের আজ এনে দেব জ্বলন্ত প্রাণ।
যেখানে থাকিবে,
আধার দূরীকরনে জ্বলন্ত পোকা
দক্ষিণা বাতাস করিবে শান্ত মন
সময় পাবে তার দ্রুতি।
অরণ্যকে দিতে চায় সবুজ চাদর,
পৃথিবীকে দিতে চায় নতুন মোড়,
সব থমকে যাওয়া করতে চায় শেষ।
তবু হায়,
কেন সব দাড়িয়ে শেষ প্রান্তে।
Leave a Reply