আমি মাঝে মাঝে তোমাকে বুঝে উঠতে পারিনা,
সত্যি তোমাকে আমি বুঝিনা।
আমার পলক জুড়ে তীব্র তৃষ্ণারা উঁকি দেয়
তোমাকে বোঝার আশায়।
আমি তোমাকে বুঝেও বুঝিনা
এই তুমি কি আমাকে ভালোবাসো!
কখনো তোমার চোখ আমায় ভাসায়
সমুদ্র অতল ভালোবাসায়।
মাঝে মাঝে তুমি এত বেশি রুঢ় হও যে
আমি হাড়িয়ে ফেলি,
সেই ভালোবাসাময় তোমায়।
এই তুমি কি সত্যি এমন!
ভালোবাসাবাসি না বাসাবাসির
প্রলয়ের সন্ধিক্ষণ।
কখনো মনে হয় যে এই তুমিটা
বড্ড জ্বালাও আমায়।
আমার এই আমিটাই পুড়ে মরি
তুমি হীনতায়।
তুমি ধোঁয়াশা? নাকি আমি ধোঁয়াময়,
হয়তো বা কোনোটাই নয়।
আমাদের ভালোবাসাটাই
মনে হয় গোধুলিময়।
Leave a Reply