-
- কবিতা
- কবিতা: আমার মা
- প্রকাশের সময়ঃ May, 12, 2020, 3:06 pm
- 228 বার খবরটি পড়া হয়েছে।
হীরা মানিক পান্না মতি সোনার গহনা।।
তোমার সাথে কোনো কিছুর হয়না তুলনা।
তুমি আমার ভালোবাসা, কলিজা ছেড়া ধন
তোমায় আমি ভালোবাসি খুজি সারাক্ষণ।
তোমার মুখের মিস্টি হাসি,বড় ভালোবাসি,
তাইতো মা গো দূর থেকে তোমায় দেখতে আসি।
তোমার সাথে হয়না মা গো কিছুর তুলনা। তুমি আমার মা জননী,
তুমি আমার মা।
Post Views:
২৩৭
এ জাতীয় আরও খবর.......
Leave a Reply