নুরবক্ত আলী, উলিপুর:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের শতাধিক শীতবস্ত্র, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,অসহায় নারী পুরুষের মাঝে তুলে দেয়া হয়। এ সময় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট ক্যাপ্টেন নুরবক্ত আলী, ভয়েজ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, সংস্থার সদস্য মোজাম্মেল হক, তানভীরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠানটি মানুষের সেবা ও উন্নয়ন ভাবনা নিয়ে নিরলস ভাবে কাজ করে আসছে।
Leave a Reply